আর্ত-মানবতার সেবায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল সদা-সর্বদাই অগ্রগামী! তুমুল বর্ষণের মাঝেও আজ (১৩.০৮.২০২৩) আমাদের মেডিক্যাল টিম ধাফ, টেংগুরিয়াপাড়া, তিন রাস্তার মোড়, বাসাইল, টাংগাইল এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প এ বিনামূল্যে রোগী দেখছে। এখানে ক্যান্সার, মেডিসিন, গাইনী, নিউরোলজি, সার্জারি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞগণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। আজ বিকাল ০৪.০০ঘটিকা পর্যন্ত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প চলবে। আপনাদের দোয়ায় এবং সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আমরা যেনো এভাবে মানুষের সেবায় নিজেদের সবসময় নিয়োজিত করতে পারি।





#AMCGH
#HuamnitarianService
#FreeMedicalCamp