নানা আয়োজনে গতকাল বিশ্ব ক্যানসার দিবস পালন করেছে আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, অধ্যাপকসহ উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, ক্যানসার বিশেষজ্ঞ, এএমসিজিএইচের গভর্নিং বডির সদস্য অধ্যাপক এম এ হাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন শাখা) মো. সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে এএমসিজিএইচ ক্যানসার রেজিস্ট্রি রিপোর্ট নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।