অদ্য ২ মার্চ ২০২৪ আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে ”এন্ডোমেট্রিয়াল ক্যান্সার - নির্ণয় এবং চিকিৎসা” এর উপরে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সিঙ্গাপুরের স্বনামধন্য সিংহেলথ হাসপাতালের গাইনি সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ আলোচনায় অংশ গ্রহন করেন এবং আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের গাইনি, গাইনি অনকোলজি ও অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণের সাথে মত বিনিময় করেন। বক্তাগণ ক্যান্সার চিকিৎসা দ্রুত শুরু করা এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার - নির্ণয়ের গুরুত্ব, যথা সময়ে চিকিৎসা, বর্তমান চিকিৎসা পদ্ধতির উপরে গুরুত্ব আরোপ করেন।