পুরুষদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সারা বিশ্বে পুরুষদের স্বাস্থ্য সমস্যাগুলি লাঘব ও উন্নতির করণীয় সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা, পুরুষদের নায্যমূল্যে এবং সুবিধাজনক স্বাস্থ্য পরিষেবা প্রদান করার লক্ষেই ১০ থেকে ১৬ জুন, ২০২৪ "আন্তর্জাতিক পুরুষ স্বাস্থ্য সপ্তাহ" পালিত হচ্ছে। সাধারনত ১০টির মধ্যে ৯টি রোগে যেগুলোর জন্য মহিলাদের থেকে পুরুষ বেশী মারা যায়।
পুরুষদের স্বাস্থ্যের উন্নতির জন্য, সমস্ত বয়সের পুরুষদের জন্য প্রতিরোধমূলক স্ক্রীনিং এবং নিয়মিত স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল, উত্তরা কর্তৃক পুরুষ স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে ৭৭০০ টাকার মূল্যের ”পুরুষ হেল্থ প্যাকেজ” দিচ্ছে সাশ্রয়ী মূল্যে মাত্র ৩০০০ টাকায়।
Facebook: International Men's Health Week
#AMCGH #health #service #doctor #hospital #international_mens_health_week