Hotline: 10617, 09612-310617

The Home Minister assured full cooperation to the Dhaka Ahsania Mission

ঢাকা আহছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধি দল। গত ২২ জানুয়ারি রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডিস্থ বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দল । স্বাস্থ্য সেক্টর ঢাকা আহ্ছানিয়া মিশন জানায়, এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান ঢাকা আহ্‌ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ ।

সাক্ষাৎকালে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পসহ ঢাকা আহ্‌ছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মিশনের কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। পরে আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্যুভেনির তুলে দেন হাসপাতালের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আর্কিটেক্ট কাজী শামীমা শারমিন মেঘনা। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম। আলোকিত বাংলাদেশ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩

Newspaper link: ই-পেপার | আলোকিতবাংলাদেশ (alokitobangladesh.com)